২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের এমবিবিএস ১ম বর্ষ জরুরী ভর্তি নির্দেশিকা

রংপুর আর্মি মেডিকেল কলেজ

রংপুর সেনানিবাস।

 

এমবিবিএস (২০১৮-২০১৯) ভর্তি সংক্রান্ত নিদের্শাবলী

 

১।   ভর্তি কার্যক্রম সম্পাদন করতে নিম্নবর্নিত সনদ ও কাগজপত্রাদি সঙ্গে আনতে হবেঃ

 

(ক)  লিখিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।

(খ)  ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজ রঙ্গিণ ছবি।

(গ)  উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড।

(ঘ)  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকপরীক্ষার  মূল নম্বরপত্র, মূল সনদপত্র ও প্রশংসাপত্র।

(ঙ)  মুক্তিযোদ্ধা/উপজাতীয় সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।

(চ)  ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব, চারিত্রিক, জাতীয়তা, অবিবাহিত সনদপত্র।

(ছ)  ইউনিট প্রধান কর্তৃক প্রদত্ত সনদপত্র (সেনাবাহিনীতে চাকুরীরতদের সন্তানদের ক্ষেত্রে প্রযোজ্য)।

(জ)  পরীক্ষার্থীর নিজ নামে ক্রয়কৃত ১০০/- টাকা মূল্যমানের ০৬ (ছয়)টি নন-জুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্প (৬০০ টাকার স্ট্যাম্প)।

 

২।   ভর্তি ফি ও অন্যান্য ফিসের টাকা বাংলাদেশের যে কোন তফসিলি ব্যাংক হতে “অধ্যক্ষ, রংপুর আর্মি মেডিকেল কলেজ, রংপুর সেনানিবাস” শিরোনামে ব্যাংক ড্রাফ্ট/পে-অর্ডার অথবা অবিনিমেয় চেকের মাধ্যমে পরিশোধ করতে হবে।

 

৩।   ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের কলেজে যোগদানের তারিখ পরবর্তীতে এসএমএস ও ওয়েবসাইট (www.ramcbd.com) এ জানানো হবে।

 

৪।   ভর্তি সংক্রান্ত সকল প্রকার আপডেট কলেজ নোটিশ বোর্ড ও ওয়েবসাইট (www.ramcbd.com) এ পাওয়া যাবে।

 

৫।   ভর্তি সংক্রান্ত যে কোন তথ্যের জন্য ০১৭৬৯৬৬৫৬৫৬ এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

 

 

-কর্তৃপক্ষ

 

Comments are closed.